25.2.14

সবুজ টিয়া


সবুজ টিয়া ইংরেজিতে একে বলে Rose-ringed Parakeet যার বৈজ্ঞানিক নাম Psittacula krameri.

এর সবুজ রঙ অনেক বেশী সুন্দর। যেন কচি পাতার সবুজ রঙে এর পুরো দেহ আবৃত। এর ঠোঁট টুকটুকে লাল। গলায় গোলাপী একটা রিঙ রয়েছে। এর লেজ অনেক লম্বা ও সুচালো। ৪ টি উপপ্রজাতির মধ্যে Psittacula krameri borealis বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের সব এলাকায় একে পাওয়া যায়।



মাইন রানা ও উইকিপিডিয়া

0 comments:

Post a Comment