4.12.09
চীনা হাস
চীনাহাঁস যার ইংরেজী নাম Mandarin Duck এবং বৈজ্ঞনিক নাম Aix galericulata। এরা আকারে ৪১-৪৯ সেমি আর পাখা সহ বিস্তৃতি ৬৫-৭৫ সে.মি.।পুরুষ চীনা হাঁস
মাদী চীনা হাঁস
এক জোড়া চীনাহাঁস
বাচ্চা
এই হাঁসগুলো চিন ছাড়াও এশিয়া বিভিন্ন দেশ জাপান ও রাশিয়ায় দেখা যায়। তবে ইংল্যান্ডে যে প্রজাতির দেখা মেলে তা একটু ভিন্ন রকম দেখতে।মহিলা চীনাহাঁস
পুরুষ চীনা হাঁস
এদেরকে বিভিন্ন জলাধার যেমন লেক, পুকুর বা নদীর কাছে চড়ে বেড়াতে দেখা যায়। এরা জলের কাছাকাছি কোন গাছে বাসা বাঁধে। মাটিতেও এরা চলাচল করে।
0 comments:
Post a Comment