9.1.10

কুটুম পাখি

বাংলাদেশে ৫ প্রজাতির কুটুম পাখি Oriole (Genus: Oriolus) পাখি পাওয়া যায়। এদের মধ্যে ৪ টি পাখিই হলুদ রঙের একটি মেরুন রঙের। চারটি প্রজাতি হলদে রঙের হলেও কালামাথা বেনেবউ বা Black-hooded Oriole সমগ্র বাংলাদেশের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। তাই মুলত এই পাখিটিকেই হলদে পাখি, ইস্টি কুটুম পাখি বা কুটুম পাখি নামে গ্রামের মানুষ বেশী চিনে ও ডাকে।

১) কালাঘাড় বেনেবউ বা Black-naped Oriole

২) ইউরেশীয় সোনাবউ বা Eurasian Golden Oriole

৩) সরুঠোঁট বেনেবউ বা Slender-billed Oriole

৪) তামারঙ বেনেবউ বা Maroon Oriole

৫) কালামাথা বেনেবউ বা Black-hooded Oriole


মাইন রানা

0 comments:

Post a Comment