24.2.14
কালাঘাড় বেনেবউ
কালাঘাড় বেনেবউ বা Black-naped Oriole: এদের মাথায় ও ঘাড়ে একটি প্রশস্ত কালচে ডোরা থাকে। দেহ উজ্জ্বল সোনালী হলুদ। ডানার ও লেজের প্রান্তের পালকগুলি কালো রঙের। উপরের পালকগুলি অংশ উজ্জ্বল হলুদ। পিঠ, বুক সহ সমগ্র দেহ এক সুন্দর উজ্জ্বল হলুদ মোহনীয় রঙে ডাকা। চোখ লাল এবং ঠোঁট বলিষ্ট ও কমলা রঙের। এটি বাংলাদেশের বিরল পরিযায়ী পাখি হিসেবে খ্যাত। শীতে চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে মাঝেমাঝে পাওয়া যায়। এদের ১৯ টি উপপ্রজাতি সাড়া পৃথিবীতে বিস্তৃত। বাংলাদেশে পাওয়া যায় Oriolus chinesis diffusus এই উপপ্রজাতিটি।
মাইন রানা
0 comments:
Post a Comment