24.2.14

সোনাবউ

ইউরেশীয় সোনাবউ বা Eurasian Golden Oriole: এদের চোখ লাল এবং চোখের পাশে ছোট্ট একটি কালো স্পট আছে। ডানা কালো এবং প্রান্তের পালক হালকা হলুদ। লেজের কিছু পালক ছাড়া পুরো পাখি কাচা সোনার মতো আকর্ষণীয় সোনালী রঙের পালকে আবৃত। বাংলাদেশের খুলনা রিজিয়নের বনাঞ্চলে এদের পাওয়া যায়। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগে এর পাওয়ার তথ্য আছে। এর ২ টি উপপ্রজাতির মধ্যে Oriolus oriolus kundoo উপপ্রজাতিটি বাংলাদেশে পাওয়া যায়।

মাইন রানা

0 comments:

Post a Comment