ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাখি গয়লা হাঁস। বাংলায় এর আরেক নাম মুখোশ পরা জলার পাখি। বৈজ্ঞানিক নাম Heliopais personatus। ইংরেজীতে Masked Finfoot নামে পরিচিত। দেশী প্রজাতি কিন্তু বিরল। সুন্দরবনের কাদাময় নদী ও খালের পাড়ে মাছ ও অন্যান্য ছোট জীব ধরে খায়। গাছের ডালে বিশ্রাম নেয় ক্লান্ত হয়ে;বাসা বানায় ঝোপের উপর নিরাপদ স্থানে। পানিতে সাঁতার কাটা অবস্থায় ভয় পেলে পানির নিচে ডুব দেয় মাথাটা একটু ভাসিয়ে রেখে।
লাল(Red List) তালিকায় চলে গিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশে এ পাখি বিপন্ন(Endangered)।এ পাখির অভয়ারণ্য সুন্দরবনের পরিবেশ ভারসাম্য টিকিয়ে রাখতে হলে আমাদের সচেতন হতে হবে সবাইকে। নয়তো এ পাখি হারিয়ে যাবে অচিরেই। হারিয়ে যাবে একসময় এ বনের অজস্র প্রাণবৈচিত্র্য।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment