20.1.14
গয়লা হাঁস
ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাখি গয়লা হাঁস। বাংলায় এর আরেক নাম মুখোশ পরা জলার পাখি। বৈজ্ঞানিক নাম Heliopais personatus। ইংরেজীতে Masked Finfoot নামে পরিচিত। দেশী প্রজাতি কিন্তু বিরল। সুন্দরবনের কাদাময় নদী ও খালের পাড়ে মাছ ও অন্যান্য ছোট জীব ধরে খায়। গাছের ডালে বিশ্রাম নেয় ক্লান্ত হয়ে;বাসা বানায় ঝোপের উপর নিরাপদ স্থানে। পানিতে সাঁতার কাটা অবস্থায় ভয় পেলে পানির নিচে ডুব দেয় মাথাটা একটু ভাসিয়ে রেখে।
লাল(Red List) তালিকায় চলে গিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশে এ পাখি বিপন্ন(Endangered)।এ পাখির অভয়ারণ্য সুন্দরবনের পরিবেশ ভারসাম্য টিকিয়ে রাখতে হলে আমাদের সচেতন হতে হবে সবাইকে। নয়তো এ পাখি হারিয়ে যাবে অচিরেই। হারিয়ে যাবে একসময় এ বনের অজস্র প্রাণবৈচিত্র্য।
0 comments:
Post a Comment