24.2.14

তামারঙ বেনেবউ

তামারঙ বেনেবউ বা Maroon Oriole: এই পাখিটি সব দিক থেকে অন্য সব Oriole এর কাছাকাছি হলেও দেহের রঙ একদম ভিন্ন রকমের মেরুন। মাথা কালো এবং ডানার প্রান্তের পালকও কালো। লেজ সহ সমগ্র দেহ অতি সুন্দর লাল মেরুন রঙের পালকে আবৃত। এদের শীতে সিলেট ও চট্টগ্রামের চিরসবুজ বনে দেখা যায়। এদের ৪ টি উপপ্রজাতির মধ্যে বাংলাদেশে Oriolus traillii traillii এই উপপ্রজাতিটি বাংলাদেশে পাওয়ার তথ্য আছে।


মাইন রানা

0 comments:

Post a Comment