15.12.09

হলদে পাখি

হলদে পাখি যা কালোমাথা বেনেবউ, বেনেবৌ, হলুদিয়া, ইষ্টিকুটুম, কৃষ্ণ কোথা পাখি, কৃষ্ণ গোকুল, খোকা হোক নামেও পরিচিত। আকারে ২৫সে.মি। গাঢ় হলদে শরীর। চোখ লাল, মাথা,গলা,লেজ ও ডানার কিছু পালক কালো বর্ণের আর ঠোট হালকা লাল। মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম। এরা কীট-পতঙ্গ,ফল-ফলাদি খেয়ে বেচে থাকে। টুটু...ইয়ো ইয়ো বা টু...হিইইইই রবে ডেকে থাকে।
হলদে পাখির চেহারা যেমন সুন্দর তেমন সুন্দর এদের কন্ঠ ও বাসা যাতে কোন আবর্যনা থাকে না আর বাসা দেখতে নেয়ারের খাটের মত। পুরুষ ও স্ত্রী উভয়ই বাসা তৈরীর জন্য কঠিন পরিশ্রম করে। এপ্রিল- জুলাই মাস এদের প্রজনন সময়। ডিম দেয় ৩/৪ টি। শুধু স্ত্রী পাখীরা ডিমে তা দেয়। ডিম ফুটে ১৩ থেকে ১৫ দিনে।
এরা কখনো মাটিতে চড়ে বেড়ায় না, ভীষন লাজুক এদের স্বভাব। মানুষের পা এর মব্দ শুনলেই এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে চলে যায়।
এদের ইরেজী নাম Black-Hooded Oriole এবং বৈজ্ঞানিক নাম Oriolus xanthornus

এদের বাংলাদেশের অধিকাংশ এলাকায় এমনকি গ্রামেও দেখতে পাওয়া যায়। এদের ৫ টি উপপ্রজাতির মধ্যে আমাদের দেশে Oriolus xanthornus xanthornus বাংলাদেশে পাওয়া যায়। 

0 comments:

Post a Comment