15.12.09
সাত সতী
সাত সতী পাখির আরেক নাম সাতসয়ালী । এরা দেখতে খুব সুন্দর ও ছোট।
পুরুষ পাখির মাথা ও ঘাড় কালো, পিছন দিক ও পেটের তলার রঙ আলতার মত, ডানা কালো তার উপর আলতা রঙের ডোঢ়া। স্ত্রী পাখির গায়ের রং হলদে ও কালোতে মেশানো। দল বেধে খাদ্য সংগ্রহের জন্য গাছে গাছে উড়ে বেড়ায়।
পুরুষ সাতসতী
স্ত্রী সাতসতী
এর ইরেজী নাম Scarlet Minivet আর দ্বিপদ নাম Pericrocotus flammeus।
2 comments:
৮৫টি প্রফেশনের দেশের ৬৪টি জেলা্র, যেকোন ধর্মের, অবিবাহিত, ডিভোর্স, বিধবা পাত্র/ পাত্রীর সন্ধান পেতে ভিজিট করুনঃ www.bibahabd.com
February 22, 2011 at 4:30 AMkothay pawya jay/
October 15, 2011 at 6:10 AMPost a Comment