16.12.09
সবুজ পায়রা হরিয়াল
হরিয়ালকে অনেকে সবুজ পায়রা বলে। এরা পায়রা জাতের পাখি। গ্রাম বা শহরের ফলের বাগানে হরিয়ালদের ঝাঁক বেঁধে উড়তে দেখা যায়। বট, অশ্বত্থ, ডুমুর ও পাকা ফল খেতে ওরা খুব পছন্দ করে। ওরা সব সময় দল বেঁধে থাকে।
এদের গায়ের রং সবুজ হলুদে এবং জলপাই হলুদে মেশানো। ডানায় ঘাড়ের কাছে ফিকে গোলাপি ছোপ রয়েছে। পা লাল। ঠোঁট সরু। পালকের রং সবুজ বলে কোনো সন্দেহজনক আওয়াজ পেলেই পাতার ভেতরে লুকিয়ে যেতে পারে সহজে। হরিয়ালের শিস খুব মিষ্টি।
হরিয়াল তীব্রগতিতে সোজা হয়ে ওড়ে এবং ওড়ার সময় ডানায় একরকম অদ্ভুত ধরনের ধাতব শব্দ শোনা যায়। এদের ডাক মিষ্টি ঠিক যেন শিষ দেওয়ার মত।

0 comments:
Post a Comment