27.1.11
প্যাসেঞ্জার পিজিয়ন
প্যাসেঞ্জার পিজিয়ন একটি কবুতর জাতীয় পাখি। এদের বাস উত্তর আমেরিকায়। এদের মাথা ধূসর নীল, লালচে, প্রশস্ত বুক। এদের কালো ঠোঁট, রক্তিম চোখ আর রঙিন পায়ের জন্য এ পাখিরা যে কোনো মানুষকে সহজেই আকৃষ্ট করে ফেলত। পৃথিবীর শেষ প্যাসেঞ্জার পিজিয়ন ১৯১৪ সালে সিনসিনাটি মিউজিক্যাল গার্ডেনে মৃত্যুবরণ করে। এরা যখন ডিম পাড়ত তখন প্রায় ৭০-৮০ বর্গ কি.মি. জায়গা নিজেদের দখলে রাখত। লাখ লাখ প্যাসেঞ্জার পিজিয়ন এক সঙ্গে চলত বলে এরা নির্দিষ্ট স্থানে বেশিদিন থাকতে পারত না, তাই খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। আঠারো শতকের মধ্য ভাগে মানুষ যখন ওক আর বীচগাছের বনভূমি কাটতে শুরু করে তখন থেকেই এ পাখিটির গণবিলুপ্তি ঘটে।তৈমুর রেজা
0 comments:
Post a Comment