27.1.11

গ্রেট অক

গ্রেট অক ছিল অক গোত্রের পাখিদের মধ্যে সবচেয়ে উঁচু। উড়তে না জানা এ পাখিরা থাকত সুমেরু অঞ্চলে। সেখানে এদের অবাধ বিচরণ ছিল। ৩০ ইঞ্চি লম্বা পেঙ্গুইন আকৃতির এ পাখিটির শরীরে চর্বি এবং সুন্দর পালক এদের বিলুপ্তির কারণ ছিল।

সুমাইয়া ইসলাম তুহি

0 comments:

Post a Comment