27.1.11

এ্যালিফ্যান্ট বার্ড

এ্যালিফ্যান্ট বার্ডের উচ্চতা ছিল ১০ ফুট আর ওজন ৪৫০ কেজি। এদের বসবাস ছিল মাদাগাস্কার দ্বীপে। এদের ডিমের ওজন ছিল ৮ কেজি। ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত নাকি এ পাখিদের দেখা মিলেছে ওই দ্বীপে। এসব বার্ডের বিলুপ্তির পিছনে মানুষের হাত ছিল। অনেকের মতে এ পাখিটিই ছিল রূপকথার রকপাখি।


সুমাইয়া ইসলাম তুহি

0 comments:

Post a Comment