27.1.11

পাফিন

সামুদ্রিক পাখি পাফিন তার সন্তানকে এত বেশি খাওয়ায় যে, বাচ্চা পাখিটির ওজন তার মাকে ছাড়িয়ে যায়। তার শরীরে যে চর্বি বা ফ্যাট জমা হয় তা পরবর্তীতে বাচ্চাটি যখন স্বাবলম্বী হয়ে ওঠে তখন তাকে শক্তি জোগায়। অবশেষে সব ফ্যাট ঝরে গিয়ে বাচ্চাটি যতদিনে 'স্লিম' হয়, ততদিনে সে নড়ে-চড়ে শিকার ধরতে শিখে।

0 comments:

Post a Comment