6.5.12
বটকল
বটকল বড় আকারের জংলি কবুতর। লম্বায় ৩৩ সেন্টিমিটার। এদের দেহের ওপরের অংশের রং হালকা ধূসর-সবুজ। তবে মাথা ধূসর, কপাল ও গলা হালকা সবজে-হলুদ। ঘাড়ে লালচে ছোপ ও ডানায় সবুজাভ কালোর ওপর হলদে টান রয়েছে। বুকের নিচের অংশ, পেট ও তলপেট ধূসর। কাঁধে এক ফালি হালকা বেগুনি রং। লেজের ওপরের অংশের গোড়ায় জলপাই-হলদে বলয় থাকে। চোখের আইরিশের ভেতরের বলয়টি নীল ও বাইরেরটি গোলাপি। ঠোঁটের রং হালকা সবুজাভ। পা ও পায়ের আঙুল চকচকে হলুদ। পুরুষগুলো স্ত্রীগুলোর চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল। বাচ্চারা দেখতে অনেকটা বড়দের মতো। তবে বড়গুলোর মতো কাঁধের বেগুনি রঙের ফালি চোখে পড়ে না।এরা মূলত আর্দ্র পাতাঝরা বন, কৃষিজমি, বাগান প্রভৃতি এলাকায়, যেখানে ছোট ছোট নরম ফলের গাছ, যেমন-বট, পাকুড়, খোকসা, জগডুমুর, উড়ি আম, বকুল, বউলা গোটা ও এজাতীয় গাছ আছে সেখানে বাস করে। সাধারণত ৫-২০টির ঝাঁকে দেখা যায়। কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলে এদের সংখ্যা একেবারেই কমে গেছে। এরা সকাল ও সূর্যাস্তের সময় খাদ্য সংগ্রহে বেশ তৎপর থাকে।
মার্চ থেকে জুন বটকলদের প্রজননকাল। বনের ঘন পাতা সন্নিবেশিত গাছে ও গ্রামের ঘন গাছপূর্ণ এলাকার গাছে কয়েকটি কাঠিকুঠি জড়ো করে ছোট্ট ও হালকা ধরনের বাসা বানায়। পায়রী তাতে চকচকে সাদাটে দুটো ডিম পাড়ে। ডিমে পুরুষ-স্ত্রী উভয়েই তা দেয়। বাচ্চা ফুটলে পুরুষ-স্ত্রী দুজনেরই গলার নিচের থলিতে (Crop) উৎপন্ন ‘পায়রার দুধ (Pigeon Milk)’ খাইয়ে এদের বড় করে তোলে।
বটকল এ দেশে হরিতাল, বড় হরিয়াল, হলদে পা হরিয়াল বা হলদে পা সবুজ কপোত নামে পরিচিত। ইংরেজি নাম Yellow-footed বা Yellow-legged Green Pigeon। বৈজ্ঞানিক নাম Treron phoenicoptera। এদের পাঁচটি উপ-প্রজাতির মধ্যে এ দেশে শুধু Treron phoenicoptera phoenicoptera উপ-প্রজাতিটির দেখা মেলে।
আ ন ম আমিনুর রহমান | প্রথম আলো
0 comments:
Post a Comment