23.4.13
চন্দনা টিয়া
ইংরেজ বীর "আলেকজেন্ডার দি গ্রেট"র নাম অনুসারে এই পাখির নাম করা হয়েছে Alexandrine Parakeet। আলেকজেন্ডার এই টিয়া পাখিটি পাঞ্জাব থেকে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় এলাকা সহ বহু জায়গায় ছড়িয়ে দেন। এই টিয়া পাখি বিখ্যাত ও সন্মানিত ব্যাক্তিদের রাজকীয় পুরস্কার বা প্রতীক হিসেবে দেওয়ার প্রচলন করেন।
চন্দনা টিয়া Psittaculidae গোত্রের একটি পাখি। এটি সকল টিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং খুব সুন্দর হয়ে থাকে। পুরুষ টিয়ার গলার পিছনে ও ঘাড়ের পাশের স্পষ্ট গোলাপি রংয়ের দাগ আছে। পুরো দেশ মোহনীয় ঘাস সবুজ রঙের। এদের শুষ্ক ও আদ্র পাতাঝরা বনে বেশী দেখা যায়। বাংলাদেশে এদের মাঝে মাঝে দেখা যায়। বাংলাদেশ ছড়াও দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এদের পাওয়া যায়। বাংলাদেশে এটি মহাবিপন্ন বলে মনে করা হয়।
লিখেছেন: মাইন রানা
0 comments:
Post a Comment