9.4.13
সবুজ ময়ূর
সবুজ ময়ূর বা বর্মি ময়ুর আমাদের এই প্রাকৃতিক সুন্দর বাংলাদেশে আল্লাহর সৃষ্টি সুন্দরের আরেকটি প্রতীক ছিল এই সবুজ ময়ূর না Green Peafowl (Pavo muticus). এই সবুজ ময়ূর (পুরুষ) অত্যন্ত সুন্দর হয়ে থাকে। পিঠ ও ঘাড় এর বঙ মোহনীয় মায়াবী সবুজ এবং লেজের পেখমের প্রান্তে কালো চক্রের মধ্যে বেগুনি ফোটার নকশা এঁকে দিয়েছে স্বর্গীয় সৌন্দর্য্য। সরু কালো ঢেউসহ পিতল, সবুজ ও বেগুনি দাগ পুরো দেহটিকে করেছে অত্যন্ত আকর্ষনীয়। অত্যন্ত হতাশার খবর হল এই ময়ুরই চিরদিনের জন্য হারিয়ে গেছে বাংলাদেশের প্রকৃতি থেকে যা আর আসবেনা।
সবুজ ময়ূর পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনভূমি এলাকাগুলিতে বসবাস করত। বর্তমানে মায়নামারের পার্বত্য এলাকায় এখনো ভালোভাবেই টিকে আছে। মায়ানমার ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার জাভাতে কঠোর সরকারি নিরাপত্তায় এই সবুজ ময়ূর বুনো অবস্থায় বেঁচে আছে।
এই সবুজ ময়ূর বার্মার জাতীয় পাখি এবং পেখম তোলা ময়ুরের ছবি রাজকীয় চিহ্ন বা প্রতিক হিসেবে খুব সন্মানের সাথে ব্যবহৃত হয়। এই ময়ূরের অন্য নাম বর্মি ময়ূর ও বটে।
0 comments:
Post a Comment