16.9.12

ল্যাঞ্জা সাহেলি

আকারে ছোট হলেও রঙ এবং ক্ষিপ্র চলাফেরার এই সহেলি পাখি খুব চমৎকার। এদের পুরুষ এবং স্ত্রী পাখির রঙ সম্পূর্ণ ভিন্ন যা চমকে দেবার জন্য যতেষ্ঠ। জানা না থাকলে অনেকেই ভুল করবে ভিন্ন প্রজাতি বলে। পুরুষ লাল কালো এবং স্ত্রী ধুসর হলুদ।
এটার ইংরেজি নাম Long-tailed Minivet বৈজ্ঞানিক নাম Pericrocotus ethologus. গাছে ফুলে ফুলে উড়ে বেড়ায় ফুলের রেণু, পোকামাকড়, লার্ভা খেয়ে দিন কাটায়। ডিম পাড়ার জন্যই এরা ঘাস, মাকড়সার জাল দিয়ে বাসা তৈরি করে এদের বাসা খুব সুন্দর নাড়িকেলের অর্ধ খোলার মত।
Long tailed Minivet- Bharatpur I1 IMG 8080

-মাইন রানা

0 comments:

Post a Comment