টিউব আকৃতির নাকের অধিকারী এই অদ্ভুতদর্শন বাদুড় প্রজাতিটি খুঁজে পাওয়া যায়
২০১০ সালে। পাপুয়া নিউগিনির দুর্গম চিরহরিৎ বনে প্রথম খোঁজ পাওয়া যায় এই
ফলখেকো বাদুড় প্রজাতির। বিখ্যাত জেডি মাস্টার ইয়োডার স্মরণে এর নাম দেওয়া
হয় ইয়োডা বাদুড়। নাকানাই এবং মুলার পাহাড়ের আশপাশে প্রায় দু'মাসব্যাপী
চালানো সার্ভের মাধ্যমে এই ইয়োডা বাদুড়, কমলা রঙের মাকড়সা, হলুদ ফোঁটাওয়ালা
ব্যাঙসহ প্রায় দুশ'টি নতুন প্রজাতির দেখা মেলে।
0 comments:
Post a Comment