29.8.12

ইমু পাখি

বাংলাদেশে আমরা যত পাখি দেখি এর সবই উড়তে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার একটি ব্যতিক্রমী পাখির নাম হলো ইমু, যারা উড়তে পারে না। অস্ট্রেলিয়া মহাদেশের বৃহত্তম এই পাখিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। পাখিটি উচ্চতায় প্রায় মানুষের সমান। গড়ে ইমু পাখির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং ওজন প্রায় ৪৫ কেজি। উড়তে না পারলেও ইমুরা দ্রুতগতিতে দৌড়াতে পারে। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ইমুরা ছুটতে পারে। অস্ট্রেলিয়ার বিস্তৃত সমতল ভূমি আর ঝোপঝাড়ের মধ্যে এই পাখি বাস করে। শান্তস্বভাবের এই পাখি ফলমূল, ঘাসপাতা খেয়ে থাকে। মেয়ে পাখিরা ডিম দিয়ে তা মাটিতে ছোট গর্ত করে লুকিয়ে রাখে। ইমুদের সবুজ রঙের ডিমগুলো দেখতে খুবই সুন্দর। এই ডিমগুলোর ওজন এক কেজি পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার হলো, ডিম থেকে বাচ্চা ফোটানোর দায়িত্ব পুরুষ ইমুদের। পুরুষ ইমুরা ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানো এবং বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালন করে থাকে। একেকটি ইমু ১০-২০ বছর পর্যন্ত বাঁচে। বর্তমানে এই পাখিগুলোর অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। একসময় ইউরোপে ইমুর চর্বি জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। সে সময়ে বহু ইমু হত্যা করা হয়। পরে অস্ট্রেলিয়া সরকার আইন করে ইমু হত্যা বন্ধ করে তাদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।

গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার

0 comments:

Post a Comment