5.5.12

সিপাহী বুলবুলি

সাধারণ বুলবুলের আকার। আরেক রকমের প্রজাতির বুলবুল এই সিপাহী বুলবুল। এদের চোখের রঙ লাল, গালের রঙ সাদা ও মাথায় লম্বা কালো ঝুঁটি আছে। স্বভাব এদের বুলবুলির মত। কণ্ঠ প্রায় একইরকম, তবে একটু সরু। বাংলাদেশের সর্বত্র এদের দেখা যায়।পতঙ্গভুক, উঁচু গাছের ডালে ছোট্ট বাসা বানায়।এরা লম্বায় ২০ সেমি বা ৭ ইঞ্চি।এর ইংরেজী প্রতিশব্দ Red Whiskered Bulbul আর বৈজ্ঞানিক নাম Pycnonotus jocosus

0 comments:

Post a Comment