5.5.12

বাংলা বুলবুল

বাংলা বুলবুলির শান্ত মেজাজটা শুধু চোখে পড়লেও এদের লড়াকু স্বভাবেরও ঐতিহ্য আছে। একসময় এরা রাজা বাদশা ও বাবুদের পোষা পাখি ছিল সে।
একসময় বছরের বিভিন্ন সময় তাদের ট্রেনিং দেওয়া হত প্রতিযোগিতার জন্য। কলকাতার বাবুদের ঘুড়ি উড়ানো আর বুলবুলি লড়ায় খুবই উপভোগের একটা বিষয় ছিল আগের দিনে। বছরের নির্দিষ্ট সময়ে বহু লোকের সমাগমে বুলবুলির লড়াই হতো। যার বুলবুলি লড়াই-এ জিতলে সে পেতো মোটা অংকের পুরষ্কার। মোঘল আমলে এই প্রচলনটা বেশ ছিল।
বাংলা বুলবুল আমাদের দেশের সর্বত্রই দেখা যায়। প্রাণবন্ত স্বভাবের এ পাখিটির ঠোঁট, মাথা, চূঁড়া ও গলা কালো। পেট সাদা ও নিতম্ব ছাড়া দেহের বাকী অংশ হালকা খয়েরি। লেজের গোড়ার উপরের অংশ সাদা এবং নিচের অংশ লাল। লেজটা পাখির তুলনায় লম্বায় বলা যাবে। লেজের রং কালো।
এপ্রিল-আগষ্ট মাসে এরা চিকন ঘাস দিয়ে বাটির মতন বাসা বানায়। ২-৪টি ডিম দেয়। সংসার পরিচালনায় স্বামী-স্ত্রীর সমান দরদ।
এর ইংরেজী প্রতিশব্দ Bangla Bulbul বা Bengal Bulbul

0 comments:

Post a Comment