5.5.12

হলদে বুলবুল

বাংলাদেশে এদেরকে খুব কম দেখা যায়। এদের গায়ের রঙ হলুদ, মাথা কালো। মাথায় লম্বা কালো ঝুঁটি আছে।
বিভিন্ন ফল, কীটপতঙ্গ এদের প্রিয় খাবার। বসন্তকালে গাছের ঝোপালো ডালে এরা কাঠি দিয়ে বাসা বানায়। ২-৪টি ডিম পাড়ে। এরা ঝাঁকে থাকে। খুব কম মাটিতে নামে।
এর ইংরেজী প্রতিশব্দ Black Headed Yellow Bulbul আর বৈজ্ঞানিক নাম Pycnonorus melanicterus ।

0 comments:

Post a Comment