5.5.12
কালো বুলবুলি
কালো বুলবুলদের ঝুটি ও ডানা কালো ও তার শেষের কয়েকটা পালকের আগা সাদা। লেজের তলাটা লাল সুন্দর।
এরা উচু গাছের উপরে বাসা বাধে না, বাসাগুলো দেখতে পেয়ালার মতন যা তৈরী করে খড়-কুটো দিয়ে আর তাতে গোলাপীর উপর লালের দাগ দেয়া কয়েকটি ডিম পারে। বড় লেজ নিয়ে বাসায় বসার জায়গা হয় না তাই লেজ উচু করে ডিমে তা দেয়। নিচু ঝোপে বাসা থাকে বলে বেজি, সাপ, গিরগিটি প্রায়ই এদের ডিমগুলোকে নষ্ট করে দেয়। এরা প্রতি বছর ৩-৪টি ডিম দেয়।
এরা লেজসহ লম্বায় ২৪-২৫ সেমি হয়। এর ইংরেজী নাম Black Bulbul আর বৈজ্ঞানিক নাম Hypsipetes leucocephalus।
0 comments:
Post a Comment