18.4.12

সবুজ ঘুঘু

আমাদের দেশে যত ধরনের ঘুঘু দেখা যায়, তার মধ্যে সবুজ ঘুঘু (Chalcophaps indica) সবচেয়ে সুন্দর। ছায়াঘেরা বনের নির্জন জায়গায় খুব সকালে ও বেলা শেষের দিকে খাবার খুঁজে বেড়ায়। বাকি সময় বৃক্ষডালে বসেই সময় কাটায়। কোনো রকম টা-টু শব্দ পেলেই দ্রুতবেগে উড়ে যায়। পাখিটির ডানা ও পিঠের পালক সবুজ, ঠোঁট লাল। কপাল সাদা, মাথা ছাই রঙের, লেজ কালচে। গ্রীষ্মে দুজনে মিলে ঝোপঝাড়ে বাসা বাঁধে।

সবুজ ঘুঘু (Emerald Dove)

0 comments:

Post a Comment