18.4.12

ছিটে ঘুঘু

Wanna take our pic ???
ছিটে ঘুঘু সারাদেশেই দেখা যায়। এরা তিলাঘুঘু নামেও পরিচিত। বুকের নিচে ধূসর। পিঠ বাদামি। গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা। আকার ২৮ থেকে ৩০ সেন্টিমিটার। একটু নিচু ঝোপঝাড়ে ঘুঘু বাসা করে। প্রতিবার এক জোড়া করে বছরে তিনবার ডিম দেয়।

ছিটে ঘুঘু (Spotted dove)

0 comments:

Post a Comment