11.4.12

গিরিয়া হাঁস

গার্গেনি হাঁসটার মূল বাড়ি হলো ইউরোপ আর এশিয়ার পশ্চিমের দেশগুলো। কিন্তু এরা কোনোভাবেই এক জায়গায় থাকতে চায় না। খালি দল বেঁধে ঘুরে বেড়ায়। সেই ইউরোপ থেকে এরা দল বেঁধে উড়ে উড়ে চলে আসে আমাদের দেশে। মাঝে মাঝে চলে যায় অস্ট্রেলিয়াতেও। আর এদের ভ্রমণের দলটাও হয় বেশ বড়োসড়ো।
মজার ব্যাপার হলো, পুরুষ গিরিয়া হাঁস চিৎকার-চেচাঁমেচি ভালোই করতে পারে। কিন্তু নারী গিরিয়া এ ব্যাপারে একেবারেই আনাড়ি। সে কেবল একটু-আধটু প্যাঁক প্যাঁক ছাড়া আর কিছুই করতে পারে না।

নাবীল

0 comments:

Post a Comment