11.4.12

বালি হাঁস

রুডি শেলডাক বা বালি হাঁসেরা বাস করে ইউরোপ, মধ্য এশিয়া আর উত্তর-পশ্চিম চীনে। আর শীত এলেই আমাদের দেশে এসে ঘুরে যায়। অবশ্য দিনদিন ইউরোপে বালি হাঁস কমে যাচ্ছে।
তবে গিরিয়া হাঁস যেমন দলবেঁধে থাকতে পছন্দ করে, এরা কিন্তু ঠিক তার উল্টো। এদের পছন্দ একা একা থাকা, কিংবা জোড়ায় জোড়ায় থাকা। পরিভ্রমণে বের হওয়া ছাড়া এরা সাধারণত বড়ো একটা দল বাঁধে না। তবে তিব্বত ও মঙ্গোলিয়ায় এই পাখিকে কিন্তু পবিত্র পাখি বলে মনে করা হয়। বৌদ্ধদের কাছেও এই পাখির বিশেষ গুরুত্ব আছে। এই পাখি তাদের কাছেও এক পবিত্র পাখি, নাম ব্রাহ্মিণী পাখি।
বালিহাঁসের ইংরেজি নাম Cotton Pygmy Goose এবং বৈজ্ঞানিক নাম Nettapus Coromandelianus। এরা ৩৩ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ওজন ২৫০ গ্রাম। এই হাঁস বহুলাংশে সবজিভোজী। পানিতে ভাসমান জলজ উদ্ভিদ থেকে এরা খাবার সংগ্রহ করে। ঘাস, পাতাসহ পানির নরম লতা-গুল্ম এবং ছোট ছোট শামুক খেয়ে জীবনধারণ করে।




নাবীল

0 comments:

Post a Comment