16.3.11

চড়ুই

আমাদের দেশে মাত্র দুই প্রজাতির চড়ুই পাখি দেখা যায়। যার মধ্যে গেছো চড়ুই (Passer montanus) ও পাতি চড়ুই (Passer domesticus)।


চড়াই মাটিতে বেড়াবার সময় লাফিয়ে চলে। এমনিতে এরা বেশ দল বেধে চরতে বের হয়। কিন্তু ডিম পাড়বার আগে নিজেদের মধ্যে ঝগড়া করে, তখন কেউ কাউকে ক্ষমা করে না। পায়ে পা বাধিয়ে চিৎকার করতে করতে মাটিতে গড়াগড়ি দেয়। ঘাসের বীজ ও অন্য শস্যই চড়ুইদের প্রধান খাদ্য। মাটি থেকে শস্য খুটে খেতে হয় বলে এদের ঠোটগুলো বেশ মোটা ও শক্ত। অন্য পাখিরা গোছল করে পানি দিয়ে আর চড়ুই গোছল করে ধূলা দিয়ে। দুটো তিনটে চড়ুই কিছুক্ষন ধূলোতে লুটোপুটি খেয়ে গা ঝাড়া দিতে প্রায়ই দেখা যায়।
চড়ুই পাখি ছোট হলেও বৈশাখ-জৈষ্ঠ মাসে বাসা বাধে। স্ত্রী-পুরুষ মিলে চরচর রবে বাসা বাধার কাজ করে আর উড়াউড়ি করে। একই ঘরে যদি দুই জোড়া চড়ুই বাসা করে তাহলে দিনের মধ্যে দশবার ওদের মধ্যে ঝগড়া হয়।

0 comments:

Post a Comment