16.3.11
ওয়ার্দেন চড়ুই
সারাবিশ্বে মাত্র কয়েক শ' ওয়ার্দেন চড়ুই বেঁচে আছে। তবে পাখিটা কোথায় কিভাবে ডিম পাড়ে সর্বশেষ আবিষ্কারের আগ পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি। ওয়ার্দেন চড়ুইয়ের জীবতাত্তি্বক নাম স্পাইজিলা ওয়ার্দেনি।প্রথমে আবিষ্কৃত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেখানে নিউ মেক্সিকোর সিলভার সিটির কাছে ১৮৮৪ সালের ১৬ জুন একটি মাত্র চড়ুই ধরা পড়েছিল। আগে মেক্সিকো মালভূমির অধিকাংশ এলাকাজুড়ে এই পাখিটিকে দেখা যেত। এখন মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গুটিকয়েক জায়গাতেই শুধু দেখা যায়, যার ফলে এটি উত্তর আমেরিকার বিরলতম চড়ুইয়ের একটিতে পরিণত হয়েছে।
ওয়ার্দেন চড়ুইয়ের ঝাঁক কখনও কখনও শীতকালে দেখা গেলেও গ্রীষ্মকালে এরা কোথায় থাকে ও বংশবিস্তার করে সে সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। অথচ এই তথ্যটা প্রজাতির ভবিষ্যত রক্ষা করার জন্য গুরম্নত্বপূর্ণ ছিল।
ওয়ার্দেন চড়ুই উচ্চতায় গড়ে ১৩ সে.মি.। মাথার স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখে এদের সহজেই শনাক্ত করা যায়। এর ধূসর মাথায় পিঙ্গল ঝুঁটি, বাদামী দাগ এবং গোলাপী ঠোঁট। সামগ্রিকভাবে এটা সাধারণ মেঠো চড়ুইয়ের মতোই দেখতে। তবে পালকগুলো ভারি অদ্ভুত। আর শুকনো কম্পমান সুরে কুচ্ কুচ্ আওয়াজ তুলে গান গায়। মে থেকে জুলাই পর্যনত্ম সময়ের মধ্যে এরা বাসা বেঁধে ডিম পাড়ে। সাধারণত ৩ থেকে ৪টা ডিম দেয়।
-এনামুল হক
0 comments:
Post a Comment