16.3.11

তুতি পাখি

চড়ুই জাতিরই আর একটা পাখি হল তুতি পাখি। শীতকালে এই পাখীরা আমাদের দেশে বেড়াতে আসে। চৈত্র মাস পড়লেই অন্যদেশে চলে যায়। তুত ফল খেতে ভালোবাসে বলে এদের তুতি বলা হয়। পাখিগুলি দেখতে খুব সুন্দর। এদের পিঠের রং খয়েরী বা কালো কিন্তু বুক গলা, মাথার রঙ গোলাপী। এটা পুরুষ পাখিদের গায়ের রঙ। স্ত্রী পাখিদের পালকে এত রঙের বাহার নেই। তবে চড়ুইদের মত এরা গৃহস্থলে বাসা বাধে না। বাগনে বেড়াবার সময় খোঁজ করলে হয়তো দু-একটা নজরে পড়বে।

0 comments:

Post a Comment