16.3.11

পাতি চড়ুই

গৃহে বসবাসকারী পাতি চড়ুই খুবই মানুষঘেঁষা, কিন্তু এরা অনেকটা চালাক এবং মানুষের কাছ থেকে একটু দূরে থাকতে চায়। কাছে গেলেই ঝোপালো গাছের পাতি ডালে চলে যায়। বিশেষ করে, ধারেকাছে যদি বরইগাছ থাকে। দলের একটি উড়াল দিলে বাকিগুলোও একে একে উড়ে যায়। পথচারীদের ফেলে দেওয়া চিনাবাদামের দানা খেতে পিচঢালা সড়কেও নামে। ঘাসের মধ্যেও পোকামাকড় খুঁজে বেড়ায় জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে।

গ্রামে, মাঠের কাছে, ঝোপ-জঙ্গলে, নদীর ধারে, শহরের চালের গুদামের কাছে সদলবলে থাকে। সব সময় একই সুরে ডাকে। ঝোপালো গাছে, পুরোনো ভবনের ভেন্টিলেটরে বাসা করে মার্চ থেকে আগস্ট মাসে। চার থেকে ছয়টি ডিম পাড়ে। ছানা ফুটতে ১৩ দিন লাগে। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে যায় খাবার খেতে।

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, জাপান, কোরিয়া, ইরান, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে এরা আছে। এই পাখির দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার, ইংরেজি নাম Eurasian Tree Sparrow। খাবারের তালিকায় আছে শস্যদানা, ফল, কচি ঘাসের ডগা ও বীজ, ছোট কীটপতঙ্গ ও ফুলের কুঁড়ি।

0 comments:

Post a Comment