8.7.10

লালটুপি কাঠঠোকরা

বাংলাদেশে যে ছয় প্রজাতির কাঠঠোকরা দেখতে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে অল্পসংখ্যক রয়েছে এই লালটুপি কাঠঠোকরা। প্রজনন ঋতু অর্থাৎ গরমের শুরু থেকে বর্ষার শেষ প্রান্ত পর্যন্ত এদের লোকালয়ে দেখা যায়। প্রজনন শেষে এরা গভীর বন-জঙ্গলে চলে যায়। ফলে বছরের অন্য সময়ে এদের তেমন একটা দেখা যায় না। ছবিতে পুরুষ পাখিটির মাথায় লাল ও স্ত্রী পাখিটির মাথায় কালো রঙের টুপি রয়েছে। সম্ভবত পুরুষ পাখিটির রঙ থেকেই এর নামকরণ করা হয়েছে  লালটুপি কাঠঠোকরা। পাখিটির পিঠের রঙ হলুদে সবুজে মিশানো। ফলে যে কোনো গাছের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আত্মগোপন (ক্যামোপ্লেজ) করতে পারে এরা।

0 comments:

Post a Comment