6.7.10

দৈত্য ইগল

ঈগল পরিবারে হার্পি প্রজাতির ঈগলই সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী। এদের আবাস মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন জঙ্গলে। ওজনে ৯ কেজি পর্যন্ত হতে পারে। হার্পি পুরুষদের তুলনায় স্ত্রী ঈগলরা আকারে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বড় হয়। বানরের মতো বড় প্রাণীও শিকার করে খায় এ প্রজাতির ঈগল। এদের থাবা অত্যন্ত শক্তিশালী। শরীরের দৈর্ঘ্য প্রায় এক মিটার এবং দুই ডানার বিস্তার দুই মিটার পর্যন্ত হয়ে থাকে। শক্তিশালী হলেও সচরাচর এরা খোলা ময়দানে আসে না। উন্মুক্ত স্থান এদের একেবারেই পছন্দ নয়। জঙ্গলের ভেতর বড় বড় গাছের কারণে তৈরি হওয়া ঘন গাঢ় ছায়ায়ই বাসা বাঁধে হার্পি।
বিবিসির 'প্ল্যানেট আর্থ' টিমের কর্মীরা জানান, হার্পি ঈগল চৌকস শিকারী। এদের বুদ্ধিও অসাধারণ। বলা হয় বানররা বুদ্ধিমান প্রাণী। কিন্তু বুদ্ধিমান বানরদেরও কৌশলে ফাঁদে ফেলে পরাস্ত ও শিকার করে হার্পি ঈগল।

0 comments:

Post a Comment