28.6.10

পাথরিয়া ঈগল পেঁচা

দেখতে পেঁচার মতো, কিন্তু আচরণে দিক থেকে জঙ্গি ঈগল। পাথুরে এলাকা এর সবচেয়ে প্রিয় বলেই এমন নাম। পাথরিয়া ঈগল-পেঁচার (Rock Eagle Owl) বৈজ্ঞানিক নাম Bubo bengalensis। এই তুখোড় শিকারী পেঁচার মাথায় শিংয়ের মতো দুটি ঝুঁটি আছে। বাদামি-সাদা-ধূসর রঙের ছোট-বড় পালক দিয়ে পুরো শরীর ঢাকা। বড় বড় সোনালি চোখ, চোখের মণি কালো। হিমালয়ের ৫ হাজার ফুটের মধ্যে এর উড়ন। ভারতীয় ঈগল-পেঁচা ও বেঙ্গল ঈগল-পেঁচা নামেও পরিচিত।

0 comments:

Post a Comment