28.6.10

মোনাল পাখি

নেপালের জাতীয় পাখি মোনাল (Monal Pheasant)। হিন্দি ‘মুনাল’ শব্দ থেকে ‘মোনাল’ শব্দটি এসেছে। মোনাল একটি রঙিন পাখি, অনেকটা বন মোরগের মতো দেখতে। একে হিমলয়ী মোনাল ও ইম্পেয়ান মোনল নামেও পরিচিত, বৈজ্ঞানিক নাম Lophophorus impejanus। মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত এই পাখির রঙ দেখার মতো, এক কথায় বলতে হয়, রঙধনু যেন খেলা করে তার গায়। তবে বুকের দিকের রঙ কালো, সাদাও হয়। হিমালয়ের পাহাড়ি অঞ্চলেই এদের বেশি দেখা যায়, এছাড়াও আফগানিস্তান, ভুটান, পাকিস্তান ও পশ্চিম চীনেও এদের পাওয়া যায়।

1 comments:

THOMAS said...

nice birds!

March 13, 2011 at 8:24 AM

Post a Comment