17.5.10

বাজরিগার

প্যারোট জাতীয় পাখিদের মধ্যে যেসব পাখির শারীরিক গঠন টিয়া পাখির মতো এবং লেজ লম্বাটে হয়, সেসব পাখিকে প্যারাকিট প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়। বাজরিগার(Budgerigar) সেই প্যারাকিট প্রজাতির পাখি। এর আদি নিবাস প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চল। অরণ্যে (বন্য) বাজরিগার শুধু সবুজ রংয়ের হলেও খাঁচায় প্রজনন শুরু হওয়ার পর এর পালকে আসে বিভিন্ন রংয়ের সমাহার। যেমন—সাদা, হলুদ, নীল, বেগুনি, অলিভ, আসমানি, ধূসর, ফিরোজাসহ অনেক একক রং ছাড়াও ড্যানিস পাইড, ডমিন্যান্ট পাইড, রেসিসিভ পাইডসহ অসংখ্য মিউটেশন। পরেবর্তী সময়ে প্রশস্ত মাথাওয়ালা এবং শারীরিক আকার দ্বিগুণ বৃদ্ধি করাসহ ইংলিশ বাজরিগার নামে এক নতুন প্রজাতির আবির্ভাব হয়।
খাদ্যাভ্যাস : খাদ্যাভ্যাসের ক্ষেত্রে লাভ বার্ডের সঙ্গে কিছু কিছু মিল থাকলেও অমিলও রয়েছে। যেমন—কাউন, চীনা, তিল, তিশিদানা, পোলাওয়ের চালের ধান, সূর্যমুখী ফুলের বীজ ইত্যাদি। শাকসবজি ও নরম খাবারের তালিকা লাভ বার্ডের খাদ্যাভ্যাসের মতো। যে পরিমাণ উপাদান মিশিয়ে খাদ্য মিশ্রণ তৈরি করা যেতে পারে তা এ রূপ—
১. কাউন — ১ কেজি
২. চীনা — ২.৫ কেজি
৩. পোলাওয়ের চালের ধান — ৫০০ গ্রাম
৪. সূর্যমুখী ফুলের বীজ — ৫০০ গ্রাম
৫. তিল/গুজি তিল — ২৫০ গ্রাম
৬. তিশিদানা — ২৫০ গ্রাম
Budgerigar Parrot Bird

0 comments:

Post a Comment