21.1.10

শৈলবগা

প্রশান্ত শৈলবগা বাংলাদেশের বিরলতম বগা। বর্তমানে শুধু দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়াতেই পাখিটির দেখা মেলে। তবে শীত কালে এরা এদেশে সফর করতে আসে। সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তে নুড়ি ও পাথরের সৈকতে প্যারাবন টিকে আছে বলে এখনো সেখানে এর বিচরণের উপযুক্ত পরিবেশ আছে। পর্যাপ্ত আহার পেলে এবং মানুষের হাতে নাজেহাল না হলে প্রতি শীতেই হয়তো এরা এখানে থাকবে। গত ৩০ বছরে তিনবারের বেশি দেখা যায়নি বলে এই বিরল অতিথি বাংলাদেশে ভিআইপির মর্যাদায় প্রতিষ্ঠিত রয়েছে। প্রশান্ত শৈলবগা, আমাদের দেশে শীতের অনিয়মিত আগন্তুক।


গ্রীষ্মে এদের পালক ধবধবে সাদা  থাকে, তবে শীতে কালচে রঙের হয়।এ দেশে স্থায়ী বসবাসকারী বগাদের সঙ্গে আকারে-প্রকারে প্রশান্ত শৈলবগার অনেক মিল আছে। অমিলের মধ্যে এই, এর পা আর গলা মামুলি বগার চেয়ে মোটা ও খাটো। তা ছাড়া এর দুটো বর্ণ-পর্ব রয়েছে। এক পর্বে এর পালক সাদা, অন্য পর্বে কালচে।

এর ইংরেজি নাম Pacific Reef Heron, Pacific Reef Egret(প্যাসিফিক রিফ ইগরেট) বা Eastern Reef Egret আর বৈজ্ঞানিক নাম Egretta sacra(আর্ডিয়া সাক্রা), যার অর্থ ‘পবিত্র বগা’।  

0 comments:

Post a Comment