24.12.09

গেছো হাঁস


উপমহাদেশের সবচেয়ে ছোট আকৃতির হাঁস (৩৩ সেঃ মিঃ) গেছো হাঁস (Nettapus coro-mandelianus) বড় বিল বা দীঘির পাড়ের গাছে বা জলে অনেকেই দেখে থাকবেন। সারা বছরই এরা এদেশে থাকে তবে বর্ষাকালে এদের গতিবিধি বেড়ে যায়, তখন ঘনকালো আকাশে সাদাকালো এই হাঁসগুলোর ডাক ছেড়ে ওড়াওড়ি অনেকেই দেখেছেন। গেছো হাঁসের (Cotton Pgymy Geese) পুরুষগুলোর গলা বুক ধবধবে সাদা, বুকের নিচে কালো রিং পরানো, পেটের দিকে ধূসর, পাখা কালোর উপর সবুজের আভা, নিচের দিকের পাখা সাদা কালোয়, লেজ সুচারো, মেয়েগুলো মোটামুটি কমবেশি ধূসরে বর্ণিল, উভয়ের চোখ লাল।

0 comments:

Post a Comment