24.12.09

ভুতুম পেঁচা

এরা লম্বায় ৫৬ সে.মি., বড় কানওয়ালা লালচে-পাটকিলে পেঁচা। লম্বা লম্বা কালো টানে পিঠ ভর্তি, তলা সাদাটে-লালচে, তার উপর ঢেউ ছিট। ঘাড়ে ও গলায় সাদা ছোপ। চোখ উজ্জ্বল সোনালি-হলুদ, চঞ্চু মলিন ধূসর। পালকহীন পা ও আঙুল ধোঁয়াটে হলুদ। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।
খাদ্য মাছ, ব্যাঙ, কাঁকড়া, ইঁদুর, পাখি ও সরীসৃপ। সাধারণত জোড়ায় থাকে। মেঘলা দিনেও ওদের উড়তে ও শিকার করতে দেখা যায়। সন্ধ্যের মুখে 'বুম বুম' ডাকে।
পুকুর-নদী-জলার ধারে বসে শিকার খোঁজে, কখনো বা এক চক্কর উড়ে এসে আবার বসে। পানি ঘেঁষে উড়ে যাওয়ার সময় তীক্ষ্ম নোখ দিয়ে পানির উপর ভেসে উঠে আসা মাছ ধরে। তবে কখনো শিকারি বাজ বা ঈগল পাখির মতো পানির উপর ঝাঁপিয়ে ধরে না।
প্রজননকাল নভেম্বর থেকে মার্চ। শীতেই বেশি ডিম পাড়ে। একটা বা দুটো সাদা গোলাকার ডিম। বাসা বাঁধে পুরনো বট বা আম গাছে দুই ডালের ফাঁকে। পুরনো দেব-দেউলে (মন্দিরে)। প্রতি বছর একই জায়গায় বাসা বাঁধে। ডিম ফুটে বাচ্চা হতে পাঁচ সপ্তাহ লাগে।
এর ইংরেজী নাম Brown Fish Owl (Bubo zeylnensis).

0 comments:

Post a Comment