24.12.09

বাদি হাঁস

রাজহাঁসের মতো বড় (৮১ সেঃ মিঃ) বাদি হাঁস (Cairina Scutulata) পার্বত্য চট্টগ্রামের পাবলাখালীর জলাভূমিতে এখনও টিকে থাকার সম্ভাবনা আছে। আমাদের এলাকায় ১২ জোড়া হাঁসসহ সমস্ত পৃথিবীতেই প্রাকৃতিক অবস্থায় এদের সংখ্যা ১৫০টির বেশি হবে না। অত্যন্ত বিপদাপন্ন এই প্রাণীটি WWF-এর সহযোগিতায় ভারতে কৃত্রিম প্রজননের মাধ্যমে বিজ্ঞানীরা সফলতা পেয়েছেন। আমাদেরও অসফল হবার কারণ নেই।


White-winged Wood Duck

0 comments:

Post a Comment