24.12.09

লালশির হাঁস

বাংলার একেবারে নিজস্ব লালশির হাঁস (Pink-headed Duck) ১৯৩৫ সালের পর পৃথিবীতেই আর দেখা যায়নি। ১৮৬৪ সালে জার্ডন বলেছেন এই হাঁস বাংলায় প্রচুর আছে। কলকাতায় সেই সময় এই হাঁস ঘরে পোষা হত। প্রায় চখার আকারের (৬০ সেঃ মিঃ) এই লালশির হাঁসের (Rhodonessa caryophyllacea) মাথার দিকটা ঘাড় বেয়ে গোলাপী, শরীরে গাঢ় বাদামী, পাখার গোড়ায় সাদা দাগ, ডগায় হালকা গোলাপী, ঠোঁট হলদে গোলাপী, পা কালচে বাদামী।


0 comments:

Post a Comment