5.12.09

খাকি ক্যাম্পবেল


খাকি ক্যাম্পবেল ইংরেজীতে Khaki Campbell বা শুধু  Campbell নামে পরিচিত। তবে খাকি ক্যাম্পবেল পাশাপাশি সাদা, নীল, কালো ক্যাম্পবেলও দেখা যায়।

খাঁকি ক্যাম্পবেল হাঁসটি সষ্টি করেন তৎকালীন ভারতীয় ব্রিটিশ রাজ্যপালের পত্নী Adele Campbell । হাঁসটির রং খাকি বা ছাই ছাই বাদামি। তিনি ১৮০০ সালের দিকে Mallard , Rouen Duck  এবং White Indian Runner হাসেঁর মধ্যে সংকরায়ন ঘটিয়ে খাঁকি ক্যাম্পবেল সৃষ্টি করেন।

ম্যালারড

ইন্ডিয়ান রানার

রোয়েন হাঁস

পুরুষ খাঁকি ক্যাম্পবেল

মেয়ে খাঁকি ক্যাম্পবেল

রোয়েন, খাঁকি ক্যাম্পবেল, ম্যালারড
 পুরুষ খাঁকি ক্যাম্পবেলগুলো তাদের নিজ(নীলশির হাঁস) বৈশিষ্ট প্রায় পরিপূর্ভাবে ধরে রেখেছে।পুরুষ খাঁকি ক্যাম্পবেল আর নীলশির হাঁস(Mallard) এর মধ্যে পার্থক্য খুবই সামান্য।
১৮৮৯ সনের দিকে এই হাস ব্যাপক পরিচিতি লাভ করে পরবর্তিতে ১৯৪১ সালে আমেরিকায় এর পালন শুরু হয়।
১টি পূর্ণ বয়স্ক খাঁকি ক্যাম্পবেল  হাঁসের ওজন ৪ পাউন্ডের মত। 


0 comments:

Post a Comment