5.12.09
ইন্ডিয়ান রানার হাঁস
ইন্ডিয়ান রানার হাঁস এক ধরনের গৃহপালিত হাঁস যা বাংলাদেশ, ভারত, পাকিস্থান, মালইশিয়া ছাড়াও এশিয়ার অনেক স্থানে দেখা যায়। ১৮৩৫ সনে একজন নাবিক London Zoological Gardens exhibition এর জন্য ইউরোপে নিয়ে যায় এই হাসগুলোকে।এবং মূলত তখন থেকেই এদের লালন পালন শুরু হতে খাকে ইংল্যান্ডে।এরা শরীর টান করে হাটে পেঙ্গুইনের মত তবে হেলেদুলে নয়, দৌড়িয়ে চলার মত।প্রয়োজনে উড়তেও পারে। এরা আকারে ১৪ ইঞ্চি বা ৩৬ সেমি হয় আর ওজন প্রায় ১.৪-২.৩ কেজি।
এদের ডিম মুরগীর ডিমের মত তবে white, off-white, blue, বা light green রঙের হয়।
ভারতীয় রানার হাঁসের ভিডিওচিত্র
0 comments:
Post a Comment