5.12.09

নীলশির হাঁস


নীলশির হাঁস ইংরেজীতে Mallard (ম্যালারড) নামে পরিচিত যার বৈজ্ঞানিক নাম Anas platyrhynchosএদের North America, Europe, Asia, Africa, New Zealand Australia দেখা যায়। এদের মাথা নীল রঙের পালক দারা আবৃত খুব সম্ভবত তাই এদের নাম নীলশির হাঁস ।তবে মেয়ে হাঁসগুলোর দেহ ঐরকম নয়। তারা দেখতে অনেকটা খাকিঁ ক্যাম্পবেলের মত।

এরা লম্বায় ৫৬-৬৫ সে.মি. আর পাখাসহ বিস্তৃতি ৮১-৮৯ সেমি।

এরা সাধারনত স্যাতস্যাতে ভূমিতে বাসবাস করে বিশেষত  পুকুর, নদী বা বিলের কাছাকাছি কোন জঙ্গলে। এরা ৮-১৩টি ডিম দেয় এবং শুধু মেয়ে নীলশিররাই ডিমে তা দেয় সে সময় পুনুষ নীলশিররা অন্যত্র চলে যায়। এরা ২৭-২৮ দিনে ডিম দেয় আর তা দিয়ে বাচ্চা ফুটাতে সময় লাগে ৫০-৬০ দিন।


পরবর্তিতে পুরুষ নীলশিররা নানা রকমে মাদী নীলশিরদের পটিয়ে আবার জোড়া বাধে যেমন খাবার খুজে দেয়া, মাথায় বিলি কেটে দেয়া, সারাক্ষন পিছন পিছন ঘুরা ইত্যাদি। আর ঐ গৃহত্যাগের সময় পুরুষ নীলশিররা অন্য পুরুষ নীলশিরের সাথে সম্বন্ধ গড়ে তোলে।


0 comments:

Post a Comment