5.12.09
লেন্জা হাঁস
লেন্জা হাঁস যার ইংরেজী নাম Pintail বা Northern Pintail এবং বৈজ্ঞানিক নাম Anas acuta।এই হাঁস বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, দক্ষিন আমেরিকাতেও দেখা যায়।পুরুষ হাঁসগুলো দেহ বাদামী, ধূসর, সাদা ও কালো রঙের পালক দাড়া আবৃত থাকে।লেজ একটু লম্বা হয়।
পুরুষ লেন্জা হাঁস
আর মাদী হাঁসগুলোর দেহ প্রধানত হালকা বাদামী ও সাদা পালকে ঢাকা থাকে। লেজ ছোট হয়।
মহিলা লেন্জা হাঁস
এরা জলের কাছাকাছি ভেজাভূমিতে বাস করে।মাছ এদের প্রধান খাদ্য এছাড়াও শেওলা, কীটপতঙ্গ, গেঁড়ি, শামুক ইত্যাদি খায়।
এক জোড়া লেন্জা হাঁস
এদের কোন কোন প্রজাতির ঠোট হলুদ হয়। সেগুলোকে Yellow-billed Pintail (Anas georgica) বলে। মূলত পেরু, পেরাগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর ও উত্তর জর্জিয়ায় দেখা যায়।
বিখ্যাত British ornithologist Sir Peter Scott তার মেয়ে Dafila Scott এর নামে লেন্জা হাঁসের একটি প্রজাতির নামকরন করেন। যা Dafila Duck নামে পরিচিত। অবশ্য পরবর্তিতে ইংরেজ প্রকৃতিবিদ Alfred Edmund Eaton নিজের নামের সাথে মিল রেখে এই শ্রেণীর লেন্জা হাঁসের নামকরন করেন Eaton's Pintail। যার বৈজ্ঞানিক নাম Anas eatoni । এগুলো দেখতে প্রায় মাদী লেন্জা হাঁসের মত।
0 comments:
Post a Comment