16.12.09

সারস

আমাদের দেশে যত পখি আছে তার ভিতরে সারসই সব চেয়ে বড়। সারসের গায়ের অধিকাংশ পালকই ধূসর, মাথা উপরে পালক থাকেনা, পা ২টা লালচে। এরা খাল, বিল প্রভৃতি জলাশয়ের ধারে চড়ে বেড়ায় তাই একে কূলচর পাখিদের মধ্যে ধরা হয়। সুউচ্চ এই পাখিরা লম্বা লম্বা পা ফেলে জলাভূমিতে ঘুরে বেড়ায়। ইউরোপ,উত্তর আমেরিকা,এশিয়ায় ছড়িয়ে আছে এদের নানা প্রজাতি। গরমের সময় সাইবেরিয়াতেও এদের দেখা মেলে। এরা পোকা মাকর, শামুক, ব্যাঙ, গিরগিটি, নেংটি ইঁদুর, মাছ ও ছোটো জলজ প্রাণী ধরে খায় আবার কচি শাকপাতা,মূল,কন্দ, ধান, গম, যবও খায়।মাঝেমধ্যে ক্ষুধার্ত সারস বাসা ছেড়ে যাবার আগে নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। সারস'রা গাছের ডালে বসতে পারেনা তাই মাটিতেই চড়ে বেড়াতে হয়।


এগুলো দলবেঁধে বাসা বাধে ও বাচ্চা প্রসব করে সাগর অথবা হ্রদপারের ঝোপঝাড়ে। পুরুষ সারস কোন পুলকিত মুহূর্তে এই পালকগুচ্ছ ফুলিয়ে নারী সারসকে বাসায় অবস্থান নেয়ার আহবান জানায়। ডিম পারে বর্ষা মৌসুমে, সে সময় ডাল পালা, খর কুটো, ঘাস ইত্যাদি জড়ো করে ভেলার মত করে তার উপর ডিম পারে। যাতে শিয়াল, কুকুর বা অন্য বন্য প্রাণী কোন ক্ষতি সাধন করতে না পরে। ঘলাটে সাদা রঙের ২টা ডিম দেয়।নারী ও পুরুষ উভয় সারসই ডিমে তা দেয়। তিন সপ্তাহ ধরে।

এরা এরা দল বেঁধে জোড়ায় জোড়ায় চরে বেড়ায় আর তাদের মধ্যে নাকি খুব ভাব থাকে। ১ জোড়া সারসের ভিতর যদি কোন একটা কোন রকমে মারা পড়ে তবে অন্যটি শোকে আহার নিদ্রা ত্যাগ করে।
সারসরা ৯৩-১০২ সে.মি. পর্যন্ত লম্বা হয় আর পাখার দৈর্ঘ ১৫০-১৬০ সে.মি., ওজনে ২-৩.৫ কেজি হয়। পুরুষ এবং মেয়ে প্রায় একই রকম। এর ইংরেজী নাম Storkএরা খুবই শান্ত, মানুষই এদের প্রধান শত্রু তবুও এরা কুকুর, বিড়াল আর মানুষের মাঝেই বসবাস করতে চায়।
এদের ৬টি Genus বা গণে (Anastomus, Ciconia, Ephippiorhynchus, Jabiru, Leptoptilos, Mycteria) ১৯টি প্রজাতি দেখা যায়। যেমন_

Painted Stork (Mycteria leucocephala)

Black-necked Stork (Ephippiorhynchus asiaticus)

Marabou Stork (Leptoptilos crumeniferus)

Woolly-necked Stork Ciconia episcopus with Black-headed Ibis

Milky Stork (Mycteria cinerea)

White Stork (Ciconia ciconia)

Black Stork (Ciconia nigra)

Wood Stork (Mycteria americana)

Yellow-billed Stork (Mycteria ibis)

Asian Openbill Stork (Anastomus oscitans)

African Openbill Stork (Anastomus lamelligerus)

Abdim's Stork বা White-bellied Stork (Ciconia abdimii)

Woolly-necked Stork (Ciconia episcopus)

Storm's Stork (Ciconia stormi)

Maguari Stork (Ciconia maguari)

Oriental Stork (Ciconia boyciana)

Black-necked Stork (Ephippiorhynchus asiaticus)
হলুদ চোখের সারসটা মেয়ে আর কালো চোখেরটা ছেলে

Saddle billed Stork (Ephippiorhynchus senegalensis)

Red Necked Jabiru (Jabiru mycteria)

Jabiru, jaburu, tuiuiu

1 comments:

Anonymous said...

Turn your mobile phone into an extraordinary gadget with LED Black - Berry apps.

The contacts are arranged in alphabetical order making it hassle-free going over the contact list.
These chips directly convert electricity to light without the use of a filament or glass bulb.


My web page :: LED Deckenleuchten

April 9, 2013 at 7:14 AM

Post a Comment