17.12.09

নিশিবক

নিশি বক আকারে প্রায় ৬০সে.মি,মাথা ,ঘার, পিঠ সুরমা রংয়ের। কপালটা সাদা। কালো লম্বা তীক্ষ্ণ ঠোঁট,লম্বা হলুদ পা। গলা,বুক ও পেট সাদা। আর মাথায় সাদা রংয়ের লম্বা সুন্দর একটা টিকি (পালক) আছে।
বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়। বাঁশঝাড় বা উঁচু গাছে বাসা বাঁধে। সাধারনত দিনের বেলায় বিশ্রাম করে আর সারারাত শিকার ধরে । ব্যাঙ,মাছ, ছোট স্তন্যপায়ী প্রাণী, ছোট পাখি আর জলজ পোকা এদের প্রধান খাবার। এরা ৩-৮টি ডিম দেয় আবার কেউ কেউ বলে ৪-৬ টি আসলে দেশ আর পরিবেশের উপর ডিম সংখ্যা নির্ভর করে। প্রজনন সময় -এপ্রিল থেকে সেপ্টেম্বর।
এর ইংরেজী নাম Night Heron আর
বৈজ্ঞানিক নাম - Nycticorax nycticorax
রাতচরা বক লম্বায় ৬৪ সে.মি. আর ওজন হয় প্রায় ৮০০ গ্রাম। এদের কন্ঠ কাকের মত কর্কশ। এরা বাজকা বা চক্রবাক নামেও পরিচিত হয়। বাংলাদেশ ছাড়াও southern Asia, Mexico, the southern United States, Central America, Africa ও the West Indies এ এদের দেখা যায়।
তথ্য সংগ্রহ করা হয়েছে: উইকি পিডিয়া থেকে

0 comments:

Post a Comment