17.12.09
হাড়গিলা
হাড়গিলা সারস জাতীয়। তবে চল্লিশের দশকেই হাড়গিলা বাংলা থেকে হারিয়ে যেতে থাকে। এদের গোত্র স্টর্ক। স্টর্ক-জাতীয় পাখি মাছ, গেঁড়ি গুগলী, ব্যাঙ, ইঁদুর, সাপসহ যা কিছু ঠোঁটের আওতায় আনতে পারে, সবই খেয়ে থাকে। শামুকখোল অনেক সময় চষা জমিতে শামুক খুঁজে বেড়ায়। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে ব্যাপক হারে গাছ কাটা হলে এই পাখিদের বাসা বানানোর জায়গার সংকট দেখা দেয়। সেই সঙ্গে জলাভূমি ভরাট করে কৃষিজমি বা আবাসন গড়ে তোলায় এদের খাদ্যসংকটও চরম আকার ধারণ করে। ফলে এই পাখিগুলো বাংলাদেশ ছেড়ে আশপাশের দেশে আশ্রয় নিয়েছে।এর ইংরেজী নাম Greater adjutant আর দ্বীপদ নাম Leptoptilos dubius ।
1 comments:
nice article! good work!
January 12, 2012 at 2:22 AMPost a Comment