17.12.09

মদনটেক


মদনটাক(Adjutant Stork) বিলুপ্ত প্রজাতির একটি পাখি ।সারা বিশ্বে বর্তমানে এ পাখির সংখ্যা মাত্র পাচ হাজার। তাদের মধ্যে ইনডিয়ার আসামে দুই হাজার, ইন্দোনেশিয়ায় দুই হাজার এবং কম্বোডিয়ায় আছে ৪০০। বাকি ৬০০ মদনটাক ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশসহ সাউথ ও সাউথ ইস্ট এশিয়ার ১২টি দেশে। এ পাখির বৈজ্ঞানিক নাম লেপটোটিলোস জাভানিকাস (Leptoptilos javanicus)। একটি পরিণত সাইজের মদনটাকের দৈর্ঘ্য ১১০ থেকে ১২০ সেন্টিমিটার।
বাংলাদেশে চট্টগ্রামের রাউজান থানার ইয়াসিন নগরে ২০০৭ সালে ধরা পড়ে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি মদনটাক পাখি। প্রায় ১২ কেজি ওজনের এ পাখিটি এলাকাবাসী সেদিই চট্টগ্রাম চিড়িয়াখানায় দেয়।এ বিষয়ে আরও পড়ুন

0 comments:

Post a Comment